আজ - রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৯:১৫

৫ই আগষ্ট সোনার দোকান লুটের অভিযোগে মামলা।

যশোর সদর উপজেলার যশোর-বেনাপোল সড়কের পাশের নতুনহাট বাজারের একটি জুয়েলারী দোকানে চাঁদার দাবিতে জীবন নাশের হুমকি এবং দোকানের সার্টার ও সিন্দুক ভেঙে সোনা ও রুপার গহনা লুটের ঘটনার ৩ মাস ১০ দিন পর কোতয়ালি থানায় মামলা হয়েছে।

জুয়েলার্সের মালিক প্রকাশ চন্দ্র রক্ষিত মামলাটি করেন। এতে আসামি করা হয়েছে বড় মেঘলা গ্রামের মৃত অহেদ আলীর ছেলে জাহিদুল ইসলামকে (২৮)।

এজাহারে প্রকাশ চন্দ্র রক্ষিত উল্লেখ করেছেন, চলতে বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারে পতন হলে নানা আশাঙ্কায় ওই বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে বাড়িতে চলে যান। তিনিও তার “সৌরভ জুয়েলার্স’ বন্ধ করে বাড়িতে চলে যান। ওই দিন রাত ৮টার দিকে জাহিদুল ও তার সঙ্গীরা তার বাড়ির সামনে দাঁড়িয়ে চিৎকার দিয়ে বলে ‘এই মুহূর্তে তাদের এক লাখ টাকা দিতে হবে। টাকা না দিলে দোকানে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়া হবে।’ তিনি প্রাণ ভয়ে জাহিদুলের হাতে নগদ ২৫ হাজার টাকা দেন। ওই টাকা নিয়ে তারা চলে যায়। পরদিন ৬ আগস্ট ভোরে ফজরের নামাজের পর তার পাশের দোকানদার ফয়জুল হক দেখাতে পান দোকানে লাগানো ৬টি তালা ভাঙ্গা। তিনি সংবাদ পেয়ে দোকানে গিয়ে তালা ও সার্টার খোলা দেখতে পান। পরে দোকানের মধ্যে রাখা সিন্দুকও ভাঙা পান। রাত ১২টা থেকে ৩টার মধ্যে যে কোনো সময় তার দোকানের তালা ও সিন্দুক ভেঙে ৮ ভরি সোনার গহনা এবং ২ ভরি রুপার গহনা চুরি করে নিয়ে যায়। এছাড়া দোকানের সিসি ক্যামেরার ডিভিআারও খুলে নিয়ে যায়। পরে তিনি পাশের দোকানের সিসি ক্যামেরার ফুটেজ দেখে জাহিদুলকে চিনতে পারেন। এতোদিন পরিস্থিতি অনুকূলে না আসা এবং সোনা-রুপার গহনার সন্ধান করতে না পেরে গত শুক্রবার রাতে তিনি থানায় মামলা করেন।

আরো সংবাদ