আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৮:১৩

৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজধানীর মগবাজার চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ মো. কবির হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গতকাল বুধবার (১৩ জানুয়ারি) তাকে গ্রেফতার করা হয়।

ডিএমপির অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মো. মাহবুবুল আলম জানান, গ্রেফতার কবির ব্রাহ্মণবাড়িয়া সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন উপায়ে রাজধানীতে নিয়ে আসতেন। এরপর এই গাঁজা রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।

তার বিরুদ্ধে রমনা মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।

আরো সংবাদ