আজ - সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - বিকাল ৪:০৪

৬ জন পুলিশ সহ খুলনা ও যশোরে আক্রান্ত ১০।

খুলনা অফিস : শিল্পাঞ্চল পুলিশের ছয় সদস্যসহ খুলনায় দশজনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ছয় পুলিশ সদস্যসহ আটজন খুলনার, একজন যশোরের এবং একজন মাগুরার।
ছয় পুলিশ সদস্য ছাড়াও খুলনায় আক্রান্তরা তেরখাদার পাটগাতী গ্রামের ৫০ বছর বয়সী এক পুলিশ ও নগরীর দৌলতপুরের উত্তর দেয়ানার ৪০ বছর বয়সী এক পুরুষ। যশোরের আক্রান্ত ব্যক্তি অভয়নগরের বাসিন্দা, যিনি খুলনা মেডিকেল কলেজের করোনা সাসপেক্টেড আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন। পজেটিভ শনাক্ত হওয়ার পর তাকে করোনা হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া মাগুরার একব্যক্তির নমুনা পজেটিভ বলে শনাক্ত হয়েছে।

আরো সংবাদ