আজ - বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ৯:৪০

আবাসিক ভবনে ঝুলছিল হোটেল কর্মচারীর মরদেহ

সিলেটের জৈন্তাপুর উপজেলায় একটি আবাসিক ভবন থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সদর বাসস্ট্যান্ডসংলগ্ন পলাশী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের স্টাফদের থাকার ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি কুমিল্লা জেলার লাঙ্গলকোর্ট গ্রামের আলী আহমদের ছেলে রবিউল হক রবি (২৪)। তিনি হোটেলের কর্মচারী ছিলেন।

দোকান মালিক ও কর্মচারীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার (২০ অক্টোবর) সকাল ১০টায় ডিউটি শেষ করে হোটেল ভবনের তৃতীয় তলায় স্টাফদের থাকার কক্ষে ঘুমাতে যায় রবি। কিন্তু সন্ধ্যা ৬টায় কাজে যোগ না দেওয়ায় অন্য কর্মচারীরা তাকে ডাকতে যান। কোনো সাড়া না পেয়ে ওপরের তলার টিনের ঘরের ফাঁকা অংশ দিয়ে দেখতে পান গলায় ফাঁস দেওয়া অবস্থায় রবির মরদেহ ঝুলছে। পরে কর্মচারীরা হোটেল মালিককে বিষয়টি জানায়।

জৈন্তাপুর মডেল থানার ইনচার্জ গোলাম দস্তগীর আহমদ বলেন, এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহ প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ