আজ - সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ২:৩৩

একদিনেই হাসপাতালে ভর্তি লক্ষাধিক করোনা রোগী

পেয়েছে। বুধবার দেশটিতে মহামারির শুরুর পর থেকে এখন পর্যন্ত সর্বাধিক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। কোভিড ট্র্যাকিং প্রজেক্টের তথ্য অনুসারে, হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা একলাখ ছাড়িয়ে গেছে। যা এপ্রিল ও জুলাই মাসে করোনা সংক্রমণের প্রথম ঢেউয়ে দৈনিক ভর্তি হওয়া রোগীর রেকর্ডের দ্বিগুণ। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে।

কোভিড ট্র্যাকিং প্রজেক্টের তথ্য অনুসারে, হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে প্রায় ২০ হাজার আইসিইউতে রয়েছেন এবং অন্তত ৬ হাজার ৮৫৫ জন ভেন্টিলেটরে।

প্রতিদিন দেশটিতে দেড় লক্ষাধিক নতুন আক্রান্ত শনাক্ত হচ্ছেন। গত সাত দিনের গড় শনাক্ত দেড় লাখের উপরে রয়েছে। থ্যাংকসগিভিং উৎসব শুরু হওয়ার আগেই যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ বাড়তে থাকে। নভেম্বরে প্রথমবারের মতো দেশটিতে দৈনিক সংক্রমিত শনাক্তের সংখ্যা ১ লাখ, দেড় লাখ, এমনকি ২ লাখও ছাড়িয়ে যায়।

এপ্রিলের পর বুধবার সন্ধ্যা পর্যন্ত একদিনে যুক্তরাষ্ট্রে করোনায় সর্বোচ্চ ২ হাজার ৭০০ লোকের মৃত্যু হয়েছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুসারে, গত বছরের ডিসেম্বরে করোনা মহামারি শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৭৩ হাজার ১৮১ জন। গত ২৪ ঘন্টায় ১ লাখ ৯৫ হাজার ১২১ জন করোনায় আক্রান্ত হয়েছে।

বুধবার দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) সংস্থার পরিচালক ড. রবার্ট রেডফিল্ড বলেছেন, আসন্ন শীত দেশটির ইতিহাসে সবচেয়ে কঠিন হতে পারে। তিনি বলেন, বাস্তবতা হলো ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে কঠিন সময় আসছে। আমি মনে করি এই সময় দেশের জনস্বাস্থ্যের ইতিহাসে সবচেয়ে কঠিন সময় হতে যাচ্ছে।

আরো সংবাদ