আজ - শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১০:৫৬

কালনাঘাটের মফিজ মাস্টার হতে সাবধান!

পাঠক রেসপন্স ডেস্ক : কালনাঘাটের আশেপাশে যারা বসবাস করেন বা কালনাঘাটে যারা প্রতিনিয়ত পারাপার হন এবং হয়রানির শিকার হন তারা একে ভাল করে চিনে নেন নাম মফিজুর রহমান ওরফে মফিজ মাস্টার।
নামের পরে মাস্টার থাকলে গডফাদার হলেও নাকি ধরাছোয়ার বাহিরে থাকে।কালনাঘাটের দুইপারই তার দখলে।অবৈধ বালু ব্যাবসা,খেওয়াঘাট,ফেরিঘাট,সরকারি জায়গায় দোকান তুলে ভাড়া দেওয়া,বাস থেকে চাঁদা তোলা ফেরির সিরিয়াল থেকে চাঁদা তোলা সবই তার নিয়ন্তনে।খেওয়াঘাট নিজে কিনে এনে প্রতিদিন হিসাবে বিক্রি করে মোটা অংকে দিনে ১৫থেকে ২০ হাজার পর্যন্ত যার কারনে যারা কিনে নেয় তাদের আসল সহ লাভ উঠাতে যাত্রীদের উপর চালায় নির্যাতন।ফেরিঘাট বিএনপির কিছু নাম করা সন্ত্রাসী নিয়ে নিয়ন্ত্ররন করে যেটা সরকারের ভাবমূর্তি নস্ট হচ্ছে।প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি।
সঙ্গত কারনে বার্তা প্রেরকের নাম পরিচয় প্রকাশকরা হয়নি।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত