প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনে মর্মান্তিক বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
তিনি বলেন, ‘চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের ভয়াবহ বিমান বিধ্বস্তের খবর শুনে আমি গভীরভাবে শোকাহত। গত ২১ মার্চ দক্ষিণ চীনে এ মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটে। বিমানটিতে ১৩২ জন আরোহী ছিলেন। এ ভয়াবহ দুর্ঘটনার শিকার হওয়া ব্যক্তিদের জন্য আমরা প্রার্থনা করি।’
প্রেসিডেন্ট শি জিনপিং এর উদ্দেশ গতকাল মঙ্গলবার স্বাক্ষরিত তাঁর শোক বার্তায় প্রধানমন্ত্রী এ হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন।
তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ ও সরকার পক্ষে এবং আমার নিজের পক্ষ থেকে আমি তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।
এই দুঃখের সময় প্রধানমন্ত্রী বলেন, আমাদের বিশ্বস্ত ও কৌশলগত অংশীদার দেশ চীনের সরকার ও জনগণের প্রতি আমরা আমাদের জাতীয় সংহতি জানাচ্ছি যাতে এ সময় তারা সাহস ও মনোবলের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে পারে।