প্রকাশিত : » ০৪ জুন ২০১৮, সময়: » ৮:৩৭ অপরাহ্ণ, পঠিত: » 2138 views
সালমান আমান ঢাকা থেকে: যশোর বোর্ড অফিসের কর্মরত যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জাবের হোসেন জাহিদের ছোট ভাই ওয়াহিদ (২৯) বোর্ড অফিস থেকে বাড়ি ফেরার সময় যশোর নিউমার্কেট সংলগ্ন খাজুরা বাস স্টান্ডের বালির হাটের কাছে বালি ভর্তি ট্রাকের সাথে সামনা সামনি এক্সিডেন্ট করেন।গুরুত্বর আহত অবস্থায় ওয়াহিদ কে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওয়াহিদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। বিকাল ৩ টায় তাকে নিয়ে ঢাকায় রওনা দেন এবং ঢাকার একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় সোমবার রাত ১১.৩০ মিনিটে ইন্তেকাল করেন। ওয়াহিদ যশোর সদর উপজেলার ই ব্লকের বাসিন্দা বলে জানা গেছে। মঙ্গলবার বাদ যোহর ই ব্লক জামে মসজিদে ওয়াহিদের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
ওয়াহিদের মৃত্যুতে তাৎক্ষনিক শোক প্রকাশ করেছেন যশোর জেলা আ’লীগ সম্পাদক ও যশোর সদর তিন আসনের মনোনয়ন প্রত্যাশী শাহিন চাকলাদার।