আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - রাত ৯:৪৪

ঝিনাইদহে পানিতে ডুবে প্রান গেলো দুই ভায়ের।

ঝিনাইদহে নবগঙ্গা নদী সংলগ্ন ঝাপই খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১২ টার দিকে সদর উপজেলার দোগাছি গ্রামের খালে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ওই গ্রামের রিপন মন্ডলের ৬ বছর বয়সী ছেলে লামিম হোসেন তার মামাতো ভাই পার্শ্ববর্তী আড়য়াকান্দি গ্রামের উজ্জল মন্ডলের ছেলে ৭ বছর বয়সী আপনকে সাথে নিয়ে দোগাছি গ্রামের খালে ছিপ নিয়ে মাছ ধরতে যায়। মাছ ধরার এক পর্যায়ে শিশু দুটি পানিতে পড়ে যায়। খালের স্রোতের পানিতে ভেঁসে গেলে দোগাছি গ্রামের রশীদের মেয়ে ইয়াসমিন দেখতে পায়। তখন আশপাশের লোকদের জানালে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->