আজ - রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ৪:১৩

ঝিনাইদহ কোটচাঁদপুর থেকে মস্তকহীন লাশ উদ্ধার।

ঝিনাইদহে রেল লাইনের ওপর থেকে অজ্ঞাত (৩০) এক যুবকের মাতা বিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৫ জুন) সকালে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

রেলের এক লাইনম্যান নয়ন বলেন, কোটচাঁদপুর স্টেশন থেকে ২ কিলোমিটার দূরত্বে ৯৯/৮ এর ১০০/০ নম্বর পিলারের কাছে একটি লাশ আছে বলে খবর পাওয়া যায়। পরে ঘটনাস্থলে এসে লাশটি রেল লাইন থেকে সরানো হয়। জিআরপি পুলিশকে খবর দেওয়া হয়েছে, যশোর থেকে তারা এসে লাশ উদ্ধার করেছে। তবে লাশটির মাথা পাওয়া যায়নি।

ওসি সৈয়দ আল মামুন জানান, আমরা খবর পেয়ে সেখানে যাই। যশোর জিআরপি পুলিশের কাছে খবর দেয়ার পর তারা এসে মস্তকবিহীন লাশটি উদ্ধার করেছে। যেহেতু লাশের মাথা এখনও পাওয়া যায়নি সে কারণে কিছু বলা যাচ্ছে না।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত