আজ - বৃহস্পতিবার, ৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ২:৪৫

ঝিনাইদহ বজ্র পাতে প্রান গেলো দুই কৃষকের।

ঝিনাইদহে আলাদা স্থানে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার মহারাজপুর ও গান্না ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন,ভবানিপুর গ্রামের খোরশেদ মোল্লার ছেলে ওলিয়ার রহমান ও চন্ডিপুর গ্রামের শাহাজ্জেল হোসেনের ছেলে মিরাজুল হোসেন।
তাদের স্বজনরা জানায়,মাঠে ধান গোছানোর কাজ করছিলেন ওলিয়ার রহমান। সেসময় হঠাৎ বজ্রপাত হয়। পরে দীর্ঘসময় বাড়ি না ফিরলে স্বজনরা খোজাখুজি শুরু করে। পরে মাঠে গিয়ে তাকে পড়ে থাকতে দেখে। সেখান থেকে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
অন্যদিকে মরিচের জমিতে নিড়ানির কাজ করছিলেন মিরাজুল সহ কয়েকজন কৃষক। একপর্যায়ে বজ্রপাত হলে জমিতে থাকা ড্রেনের মধ্যে পড়ে যায় সে। পরে ঘটনাস্থলে থাকা কৃষকরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত