আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৪:৩৭

ঝিনাইদহ বিজিবির অভিযানে ৭৭ লাখ টাকার সোনার বার উদ্ধার।

ঝিনাইদহের মহেশপুর উপজেলা সীমান্তে ৭৭ লাখ ৫৩ হাজার টাকা মূল্যের ৫টি সোনার বারসহ ফয়সাল হাসান শিশির (২৬) নামে একজনকে আটক করেছে বিজিবি।

মহেশপুর উপজেলার খোসালপুর বাজার থেকে ওই যুবককে আটক করা হয়। এসব সোনা ভারতে পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে বিজিবি জানিয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকালে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক ফয়সাল হাসান শিশির মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের খোশালপুর গ্রামের মুনজিল তরফদারের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে খোসালপুর ব্রিজের ওপরে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালায় বিজিবি। এ সময় সন্দেহভাজন হিসেবে ফয়সাল হাসান শিশিরের দেহ তল্লাশি করে তার কোমর থেকে ৪ পিস সোনার বার এবং সাথে ছোট এক টুকরা সোনা উদ্ধার করা হয়।

৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান, উদ্ধার সোনার ওজন ৩৫৮ দশমিক ৮৪ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৭ লাখ ৫২ হাজার ৪১২ টাকা।

এ ঘটনায় আটক যুবক ও তার ব্যবহৃত মোবাইল ফোন এবং বাইসাইকেল মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, আটক যুবককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে। উদ্ধার সোনার বারগুলো বিজিবির মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়ার আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->