আজ - বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:৩৯

ঝিনাইদহ সড়কে গেলো কলেজ ছাত্রের প্রান।

মহেশপুর : ফুপুর বাড়ি থেকে ফেরার পথে মহেশপুরের জিন্নাহনগর টু দত্তনগর সড়কের সরকারি পদ্মপুকুর কলেজের সামনে দু‘ মোটরসাইকেলের সংঘর্ষে সিজান (২৩) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে ২জন। আহতদের মহেশপুর ও ঢাকায় ভর্তি করা হয়েছে। নিহত সিজান কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের হরিণদিয়া গ্রামের সিরাজুল ইসলাম মাস্টারের ছেলে।

স্থানীয় নাজমূল হোসেন জানান, নিহত সিজান এবং তার ছোট ভাই রিফাত নেপা গ্রামের ফুপুর বাড়ি থেকে মোটরসাইকেল যোগে কোটচাঁদপুরে ফেরার পথে পদ্মপুকুর ডিগ্রী কলেজের সামনে পৌঁছুলে অপরদিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষে সিজান, সিজানের ছোট ভাই রিফাত (২১) ও মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের ভবনগর গ্রামের জিয়াউর রহমানের ছেলে রাব্বি হোসেন (৩৫) গুরুতর আহত হয়।

আহতদের মহেশপুর ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে মহেশপুর উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সিজানকে ঢাকায় রেফার করে এবং রিফাত ও রাব্বিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার করা হয়। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সিজান শনিবার সকালে মৃত্যুবরণ করে।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দু‘মোটরসাইকেলের সংঘর্ষে ৩ জন আহত হয়েছে এবং তাদের উন্নত চিকিৎসার জন্য মহেশপুর হাসপাতাল থেকে রেফার করা হয়েছে ।

 

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত