আজ - শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৩:৪৯

তারাকান্দায় ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৩

ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক ও অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল তিনজনের।  নিহতরা হলেন- নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার উত্তর উজির কোণাপাড়া এলাকার অটোরিকশা চালক শহীদুল ইসলাম শহীদ (৩৩), একই উপজেলার রামনগর এলাকার খলিল মিয়া (৩২) এবং আলমপুুুর এলাকার মাসুম উদ্দিন (২৮)।
বুধবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা আঞ্চলিক মহাসড়কে উপজেলার খিচা নামক স্থানে এ ঘটনা ঘটে বলে  জানিয়েছেন তারাকান্দা থানার ওসি আবুল খায়ের।
তিনি বলেন,  নেত্রকোণাগামী ট্রাকের সাথে ময়ময়সিংহগামী সিএনজি চালিত অটোরিকশার  মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন এবং গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরো ২ জন মারা যায়।
এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়েছে। লাশ উদ্ধার করে  শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

আরো সংবাদ