আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৬:৫৫

দিল্লির আদালতের ভেতরে গোলাগুলি, নিহত ৩

ভারতের রাজধানী নয়াদিল্লির একটি আদালতের ভেতরে গোলাগুলিতে এক গ্যাংস্টারসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয় সময় আজ শুক্রবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কুখ্যাত গ্যাংস্টার জিতেন্দ্র গোগিকে আজ উত্তর দিল্লির রোহিনির আদালতে আনা হয়। এ সময় তাঁকে লক্ষ্য করে নির্বিচারে গুলি ছোড়েন দুই দুর্বৃত্ত। এই দুর্বৃত্তরা গোগির প্রতিপক্ষ গ্যাংয়ের সদস্য বলে সন্দেহ করা হচ্ছে।

গুলিতে ঘটনাস্থলেই গোগি নিহত হন। এ ছাড়া পুলিশের পাল্টা গুলিতে নিহত হন সন্দেহভাজন দুই হামলাকারী। এই দুই ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

গোগির ওপর হামলাকারীরা তাঁর প্রতিপক্ষ গ্যাং টিল্লু দলের সদস্য বলে ধারণা করছে পুলিশ।বিজ্ঞাপন

রোহিনির উপপুলিশ কমিশনার প্রণব তয়াল বলেন, আইনজীবীর পোশাক পরে ওই দুই হামলাকারী আদালতের ভেতরে ঢুকেছিলেন।

দিল্লির পুলিশ কমিশনার রাকেশ আস্থানা বলেন, প্রতিপক্ষ গ্যাংয়ের দুই সদস্য আদালতের ভেতরে ঢুকে গোগিকে লক্ষ্য করে গুলি চালান। পুলিশও তখন পাল্টা গুলি চালায়।

রাকেশ আস্থানা বলেন, পুলিশ দ্রুততার সঙ্গে ব্যবস্থা নিয়েছে। ফলে দুই হামলাকারী নিহত হয়েছেন। এই ঘটনায় গোগিসহ মোট তিনজন নিহত হয়েছেন।

গোগি কুখ্যাত গ্যাংস্টার হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গত এপ্রিলে গোগিকে গ্রেপ্তার করা হয়েছিল।

আরো সংবাদ