আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৩:৪৮

নাইজেরিয়ায় বিমানবাহিনীর প্লেন বিধ্বস্ত, নিহত – ০৭

নাইজেরিয়ায় দেশটির বিমানবাহিনীর একটি প্লেন বিধ্বস্ত হয়েছে। সাত আরোহীর সবাই নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

রোববার স্থানীয় সময় সকালে আবুজা বিমানবন্দরের কাছে এ ঘটনা ঘটে। খবর বিবিসির

আবুজা থেকে উত্তরাঞ্চলীয় রাজ্য মিনায় যাওয়ার পথে ইঞ্জিন বিকল হয়ে পড়ার পর প্লেনটি বিধ্বস্ত হয় বলে টুইটারে জানিয়েছেন নাইজেরিয়ার সামরিক বাহিনীর মুখপাত্র এয়ার ভাইস মার্শাল ইবিকুনলে ডারামোলা।

এ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন চিফ অব এয়ার স্টাফ। প্লেনটি বিধ্বস্ত হওয়ার পর একাধিক টুইটে নাইজেরিয়ার বিমানবাহিনী জনগণকে শান্ত থাকতে ও তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করতে অনুরোধ জানিয়েছে।

আরো সংবাদ