আজ - রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৮:১৫

বাস,মাইক্রোবাস ও লেগুনার সংঘর্ষে নিহত ১৭

রাজশাহী সদর উপজেলার কাটাখালীতে বাস, মাইক্রোবাস ও লেগুনার সংঘর্ষে ১৭ জন নিহত হয়েছে।

শুক্রবার বেলা পৌনে ২টায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার গোলাম রুহুল কুদ্দুস নিউজবাংলাকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রাজশাহী থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ হলে তা আঘাত হানে পাশের একটি লেগুনাতে। সংঘর্ষের পর বাসটি পাশের একটি খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আটজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে ছয়জনের মৃত্যু হয়। বাকি দুজন সেখানে চিকিৎসাধীন।পুলিশ জানায়, নিহতদের মধ্যে ১১ জনই মাইক্রোবাসের যাত্রী। তারা রংপুরের পীরগঞ্জ থেকে রাজশাহী আসছিল। নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

আরো সংবাদ