আজ - রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ২:২১

বিএনপির সামনে কেউ নেই, তাই উল্টাপাল্টা বলছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মহামান্য রাষ্ট্রপতি যখন সংলাপে যাওয়ার জন্য আমাদের ডাকলেন, আমরা সবাই গেলাম, কিন্তু বিএনপি যায়নি। তাদের যাবেই বা কে? তারা ক্ষমতায় গেলে কে তাদের প্রধানমন্ত্রী হবে, বা কে নেতৃত্ব দেবে?’

গণভবনে আজ মঙ্গলবার ১৪ দলের বৈঠকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।  তিনি বলেন, ‘বিএনপির আসলে সামনে তো কেউ নেই, তারা এটা-সেটা উল্টাপাল্টা বলেই যাচ্ছে।’

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, ‘একজন হচ্ছে, এতিমের টাকা খেয়ে সাজাপ্রাপ্ত, আরেকজন ১০ ট্রাক অস্ত্র মামলা, গ্রেনেড হামলাসহ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে পলাতক। ২০০৭ সাল থেকে আর খবর নেই। সেখানে বসে বসেই…এখন আমি ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি বলে সেই সুবিধাটা নিচ্ছে, এটা ঠিক।’

আরো সংবাদ