আজ - বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ২:৩২

বেনাপোলে ফেন্সিডিল সহ মাদক কারবারি আটক

বেনাপোল প্রতিনিধি:  যশোরের বেনাপোলে পুলিশ অভিযান চালিয়ে ১৬০ বোতল ফেন্সিডিল সহ হেলাল উদ্দীন (২৫)নামে এক মাদক কারবারিকে আটক করেছে।

রবিবার (১৯ শে ডিসেম্বর) সন্ধার সময় বপোর্ট থানাধীন ভবের বেড় এলাকা থেকে এ ফেন্সিডিলসহ তাকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

আটক হেলাল উদ্দীন একই থানার নামাজ গ্রামের মৃত মাহতাফ মোড়লের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একজন মাদক কারবারি মাদকের একটি চালান নিয়ে ভবের বেড় গ্রামে অবস্থান করছে।এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার একদল চৌকস পুলিশ টিমের নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে ১৬০ বোতল ফেন্সিডিল সহ হেলাল উদ্দীনকে আটক করা হয়।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খাঁন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,এই সংক্রান্তে বেনাপোল পোর্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত