
মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও শ্রীপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বিশিষ্ট ভালগেট ড্রেজার ব্যবসায়ী জাকির হোসেন মোল্যা এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে জাতীয় পার্টি থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন। তিনি ১৯৯৩ সাল থেকে দীর্ঘ ১৩ বছর জাতীয় পার্টির রাজনীতির সাথে জড়িত। তিনি নিজেকে বিলিয়ে দিচ্ছেন জনসেবায়। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে দলীয় মনোনয়ন পাওয়ায় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মাঝে কৌতুহল সৃষ্টি হয়েছে। মাগুরা দু’টি আসনের তিনিই একমাত্র ব্যতিক্রমী প্রার্থী যিনি কি না ইউপি সদস্য থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহন করছেন।
জাকির হোসেন মোল্যা মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল গ্রামে ১৯৮৫ সালে জন্ম গ্রহন করেন। তিনি ২০০৩ সালে জাতীয় যুব সংহতি নাকোল ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন এবং জাতীয় পার্টির সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়েন। পরে ২০১৫ সালে জাতীয় যুব সংহতি শ্রীপুর উপজেলার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নির্বাচনের মাধ্যমে ২০১৯ সালে তিনি শ্রীপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে দলটির হাল ধরেন। বর্তমানে তিনি শ্রীপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। সর্বশেষ তিনি ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাকোল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হন।
মো. জাকির হোসেন মোল্যা জানান, ‘আমার ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়া নাই। এলাকার উন্নয়ন ও জনসেবার ব্রত নিয়ে কাজ করে যাচ্ছি। জনগণের ভালবাসা ও দোয়া নিয়ে এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতীয় পার্টি থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। দল আমাকে মনোনয়ন দিয়েছে, জনগণ আমাকে সেবা করার সুযোগ দেবেন।