আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১০:৪৬

মাঝ আকাশে জন্ম নিল শিশু, আজীবন ফ্রি যাতায়াত বিমানে

বিমানে আচমকাই এক যাত্রীর প্রসব বেদনা শুরু হয়। পরে বিমানকর্মীদের সাহায্যে মাঝ আকাশে জন্ম নেয় এক ছেলে শিশু। বিমান কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, এই শিশু বড় হয়ে সারা জীবন তাদের বিমানে বিনা খরচে যাতায়াত করতে পারবে।

ভারতের দিল্লি থেকে দক্ষিণের শহর ব্যাঙ্গালুরু যাওয়ার সময় গত বুধবার ইন্ডিগোর বিমানে এ ঘটনা ঘটে। পরে সেই শিশুকে ভর্তি করা হয় হাসপাতালে।

সন্তান প্রসবের পর বিমানে উৎসবের আমেজ দেখা দেয়। স্বাগত জানানো হয় শিশুকে। ইন্ডিগো কর্তৃপক্ষ ঘোষণা দেয়, এই শিশু বড় হয়ে সারা জীবন তাদের বিমানে বিনা খরচে যাতায়াত করতে পারবে।

বিমানের মধ্যে প্রসব খুব সহজ ছিল না। ওই বিমানের ক্যাপ্টেন সঞ্জয় শর্মা জানিয়েছেন, ওই নারী যখন প্রসব বেদনা অনুভব করেন, তখন বিমান মাঝ আকাশে।

সৌভাগ্যবশত যাত্রীদের মধ্যে দুজন ছিলেন চিকিৎসক। একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ, অপরজন একজন সার্জন। চিকিৎসকরা ওই নারীকে বিমানের শৌচাগারের দিকে নিয়ে যান। ততক্ষণে তার রক্তক্ষরণ শুরু হয়েছে।

স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও বিমানকর্মীরা মিলে বিমানের গ্যালারিতে অস্থায়ী লেবার রুম বানান। কী হয়, কী হয় চিন্তায় বিমানে সবার মধ্যেই উদ্বেগ। এরই মধ্যে বিমান ভরে ওঠে নবজাতকের কান্নার শব্দে। স্বস্তি পান সবাই।

মাঝ আকাশে শিশুর জন্মের পর বিমানকর্মীরা যেভাবে আনন্দ করেছেন, তার ছবি ও ভিডিও এখন সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ভাইরাল। বিমান সংস্থা, কর্মী এবং চিকিৎসকদের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

সূত্র : আনন্দবাজার

আরো সংবাদ