আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ২:৪১

মিনা-আরাফাত ময়দানসহ সৌদির পবিত্র স্থানে প্রবেশ নিষেধ

খানজাহান আলী আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাস মহামারির বিস্তার রোধে এবার হাজির সংখ্যা সীমিত রাখতে অনুমতি ছাড়া মিনা, মুজদালিফাহ ও আরাফাত ময়দানসহ পবিত্র স্থানগুলোতে প্রবেশ নিষিদ্ধ করেছে সৌদি কর্তৃপক্ষ।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদি গেজেট জানিয়েছে রোববার (১৯ জুলাই) থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

অনুমতি ছাড়া পবিত্র মিনা, মুজদালিফাহ ওআরাফাতের ময়দানে প্রবেশ করতে গেলে নিরাপত্তারক্ষীদের বাধার সম্মুখীন হতে হবে।

এর আগে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলেছিল, ইসলামিক চন্দ্রমাসের ২৮ জ্বিলকদ থেকে ১২ জ্বিলহাজ পর্যন্ত পবিত্র স্থানে প্রবেশের বিষয়ে নিষেধাজ্ঞা আসবে।

নিষেধাজ্ঞা অমান্যকারীদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলেও জানানো হয়েছে।

নিষেধাজ্ঞা অমান্য করলে ১০ হাজার সৌদি রিয়াল (বাংলাদেশি টাকায় প্রায় সোয়া ২ লাখ টাকা) জরিমানা গুনতে হবে। একই ভুল দ্বিতীয়বার করলে জরিমানাও দ্বিগুণ হবে।

সৌদি গেজেট জানিয়েছে, নিষেধাজ্ঞা অমান্যকারীদের ধরতে এবং যেকোনো ধরনের অবৈধ চেষ্টা প্রতিহত করতে পবিত্র স্থানগুলোতে যাওয়ার রাস্তায় নিরাপত্তারক্ষীরা পাহারায় থাকবে।

কোভিড-১৯ মহামারি পরিস্থিতিতে সবাইকে সংক্রমণ হতে নিরাপদ রাখতে এবার হজে অংশগ্রহণকারীর সংখ্যা সর্বোচ্চ ১০ হাজার নির্ধারণ করে দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

আরো সংবাদ