আজ - রবিবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (শরৎকাল), সময় - রাত ১২:২৮

মুসলমানদের হৃদয়ে আঘাত; সেফুদার ফাঁসির দাবিতে উত্তাল সোশ্যাল দুনিয়া

বিশেষ প্রতিবেদন
: ইসলাম, নবী মোহম্মদ (সা:) ও পবিত্র কুরআনের সাথে চরম ধৃষ্টতা পূর্ণ আচরণ করেছে প্রবাসে অবস্থিত বাংলাদেশি নাগরিক বিতর্কিত ফেসবুকার সিফাত উল্লাহ সেফুদা।

এ নিয়ে ফেসবুকে নিন্দার ঝড় বইছে। দেশে এনে তার ফাঁসির দাবিতে উত্তাল হচ্ছে পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে।

ফেসবুক লাইভে এসে পবিত্র কুরআন হাতে নিয়ে পাতা ছিঁড়ে টয়লেটে নিক্ষেপ করে। তারপর পবিত্র কুরআনকে জুতা দিয়ে পিঠায়। ইসলাম ও নবী মোহাম্মদ (সা:) কে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে লাথি মেরে পবিত্র কুরআন টয়লেটে ছুঁড়ে মারে।

মাহফুজ আব্বাছ নামের এক ফেইসবুকার স্ট্যাটাসে লিখেন, সিফাত উল্লাহ সেফুদা পৃথিবীর যে জায়গায় অবস্থান করুক না কেনো অনতিবিলম্বে এই কুলাজ্ঞারকে এমন শাস্তি প্রদান করা হোক যেটা দেখে পৃথিবীর যে কেউ ইসলাম/কুরআন/রাসূল (সঃ) সম্পর্কে কূরুচি পূর্ণ বক্তব্য দেওয়ার আগে ভয়ে কেঁপে ওঠে।

সাইফুল ইসলাম নামের এক ফেইসবুকার লিখেন, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ,,,,
চাঁদপুরের সেফুদা এই কাফেরের বাচ্চা কিছুক্ষণ আগে লাইভে এসে কুরআন শরীফ ছিড়ে তারপর কমেডে ফেলছে,,

কুরআন শরিফে জুতা দিয়ে আঘাত করছে,,,,,এবং ইসলাম ধর্মকে অনেক অপমান করেছে,আলেমদের কে তো সবসময় গালি দেয়,,আজ তার চেয়ে ডাবল দিয়েছে ,,,,,, সবাই ওর ব্যাপারে ব্যাবস্থা নিন,,,,,,, তাকে সরকারের প্রশাসনের মাধ্যমে দেশে এনে জুতা পিটা করতে করতে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হউক।

আ‌রেকজন লিখেন, সেফাতুল্লাহ সেফুদা না‌মের এই কুত্তার কি কোন বিচার হ‌বেনা? প্র‌তি‌নিয়ত প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা কে গালী দিয়ে যা‌চ্ছে।অার অাজ নি‌জের চো‌খে ভি‌ডিও‌তে দেখলাম প‌বিত্র কোরা‌নের পাতা ছি‌ড়ে টয়‌লে‌টের মধ্য ফেল‌ছে অার অশ্লীল ভা‌বে কাবা শরীফ‌কেও গালি দি‌চ্ছে।

এবার সে ইসলাম, নবী ও পবিত্র কোরআনকে নিয়ে গালাগালি করে লাইভ করেছে। অবিলম্বে তাকে দেশে এনে শাস্তির দাবি তুলছে তাই ফেসবুবাসী।

এছাড়া সেফুর কমেন্ট বক্সে নিন্দার ঝড় চলছে। উল্লেখ্য, বিদেশে অবস্থিত এই সিফাত উল্লাহ সেফুদা বিভিন্ন ইস্যুতে ফেসবুক লাইভে গালিগালাজ লাইভ করেই আলোচয় আসে।

আরো পড়ুন: লাইভে কুরআন শরিফ ছিঁড়ে টয়লেটে নিক্ষেপ, চরম অবমাননা সেফাতুল্লাহ’র

পুরো নাম সেফাতুল্লা হলেও সেফুদা নামে তিনি বেশ পরিচিত। বিশেষ করে সম্প্রতি ঘটে যাওয়া নানা বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে আসেন এই প্রবাসী বাংলাদেশি।

তেমনই বরাবরের মতো বুধবারের নিজের ফেসবুক পেইজ থেকে লাইভে আসেন সেফাতুল্লা। সেখানে কথা বলেন সাফা কবিরের ইস্যুতে। লাইভে তিনি সাফা কবিরের বিপক্ষে কথা বলেছেন এমন, বিশেষ করে মুসলমানদের গালি গালাজ করেন।

লাইভ চলাকালীন এক পর্যায়ে উত্তেজিত হয়ে পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআনকে ছিঁড়ে পেলেন এবং তা টয়লেটে নিক্ষেপ করেন।

এছাড়া সেফাতুল্লাকে শেখ মুজিবুর রহমান ও তার কন্যা শেখ হাসিনাকে অশ্রবণীয় ভাষায় গালি দিয়ে শোনা যায়। সেফাতুল্লা তার লাইভ শেষে বলেন, তোরা যদি আবার সাফাকে গালি দিস তবে একই কাজ আবার করবো।

আরো সংবাদ