আজ - সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ১:৪২

মোদিবিরোধী বিক্ষোভ থেকে ‘শিশুবক্তা’ রফিকুল আটক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে যুব অধিকার পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিল থেকে আলোচিত  ‘শিশুবক্তা’ রফিকুল ইসলামকে আটক করেছে পুলিশ।

মতিঝিল থানার পুলিশের একজন কর্মকর্তা সমকালকে এ তথ্য জানিয়েছেন।

পুলিশের ওই কর্মকর্তা বলেন, মিছিল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে রফিকুলও আছেন। 

আটকের পর পুলিশভ্যান থেকে ফেসবুক লাইভে এসে রফিকুল ইসলাম বলেন, ‘পুলিশ আমাদের উপর আঘাত করেছে। আমরা দেশবিরোধী না, ইসলামবিরোধী না, আমরা মোদিবিরোধী।’ 

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে মতিঝিল শাপলা চত্বরে যুব অধিকার পরিষদের ব্যানারে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। এতে অংশ নেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এক পর্যায়ে পুলিশ বাধা দিলে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। প্রায় ৩০ মিনিট ধরে চলা এ সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন।

প্রসঙ্গত, বঙ্গবন্ধুর জন্মদিন আর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত ১০ দিনের অনুষ্ঠান ‘মুজিব চিরন্তন’-তে যোগ দিতে ২৬ মার্চ বাংলাদেশ সফরে আসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরো সংবাদ