আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ২:১৮

যশোরের নতুন করে করোনায় আরো ১১ নমুনা পজেটিভ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে যশোরের ২১৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১১টি নমুনা পজেটিভ ফল আসে। পরীক্ষা সংক্রান্ত সব তথ্য সংশ্লিষ্ট জেলা দুটির সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে, দুর্গাপূজা ও ল্যাব জীবাণুমুক্ত করার জন্য আগামী ৩১ অক্টোবর পর্যন্ত জেনোম সেন্টারে সন্দেহভাজন রোগীদের নমুনা পরীক্ষা বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ড. তানভীর ইসলাম জানান, বুধবার রাতে তাদের ল্যাবে মোট ২৫৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৪৬টি নেগেটিভ ফল আসে।

স্বাস্থ্য বিভাগের হিসেব মতে, বুধবার সন্ধ্যা সাড়ে পাঁচটা পর্যন্ত যশোর জেলায় মোট চার হাজার ৫২ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এদের মধ্যে তিন হাজার ৮৭৯ জন সুস্থ হয়ে উঠেছেন। মারা গেছেন ৪৮ জন। এখনো ১১২ জন চিকিৎসাধীন আছেন।

আরো সংবাদ