আজ - বুধবার, ১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি, (শরৎকাল), সময় - রাত ১:২৮

যশোরে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে কয়েকজন আহত ।

যশোরে পূর্ব শত্রুতার জেরে আরবপুর ইউনিয়নের হ্যাচারীপাড়ায় ছুরিকাঘাতে কয়েকজন আহত ।

আজ আনুমানিক ১,২০ ঘটিকায় যশোর জেলার সদর উপজেলার কোতয়ালী থানাধীন আরবপুর ইউনিয়নের সুজলপুর নামক স্থানে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে জয় (১৮), পিতা: তাপস, গ্রাম: ধর্মতলা হ্যাচারি পাড়া; মোহাম্মদ রাকিব (১৭), পিতা: মোহাম্মদ রাজু, গ্রাম: সুজলপুর সরদারপাড়া; রাব্বি (১৬),পিতা: আলামিন, গ্রাম: সুজলপুর সরদারপাড়া, সর্ব থানা-কোতয়ালী, জেলা: যশোর আহত হন।

পূর্ব শত্রুতার জেরে সুজলপুর সরদার পাড়ার একই সাকিনের সাজিদ (১৫), পিতা: অজ্ঞাত, ছুরিকাঘাতে তাঁদেরকে রক্তাক্ত জখম করে।

আরো সংবাদ