আজ - মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ৬:৫৮

যশোরে ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১২৬ বোতল ফেনসিডিল সহ সালেহা খাতুন (৪৯) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার সকালে তাকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। আটক সালেহা বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় মধ্যপাড়ার নুর নবীর স্ত্রী। পুলিশ জানায়, এক নারী মাদক ব্যবসায়ী মাদকের একটি চালান পাচার করছে, এমন গোপন খবরে বেনাপোল পোর্ট থানার এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস টিম আসামির নিজ বাড়ির সামনে থেকে অভিযান চালিয়ে ১২৬ বোতল ফেনসিডিল সহ তাকে আটক করে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানান, এই সংক্রান্তে বেনাপোল পোর্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত