আজ - মঙ্গলবার, ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ১০:২৭

যশোর বাঘারপাড়ায় স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হ ত্যা স্বামী পলাতক।

বাঘারপাড়ায় পারভীন খাতুন (১৬ ) নামে এক গৃহবধূ হত্যার শিকার হয়েছে। তাকে ঘরের মধ্যে বালিশচাপা দিয়ে হত্যা করে লেপ তোশক দিয়ে ঢেকে স্বামী সাগর হোসেন (২০) পালিয়ে গেছে। সোমবার রাতে উপজেলার জামদিয়া ইউনিয়নের নিত্যানন্দপুর গ্রামের পূর্বপাড়ায় সাগরের বাড়িতে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার সকালে বাড়ির আশপাশের মানুষ দুপুর পর্যন্ত কোনো খোঁজখবর না পেয়ে ঘরের দরজা খুলে দেখতে পায় পারভীন লেপ দিয়ে ঢাকা রয়েছে। এ সময় স্থানীয়রা ভিটাবল্যা পুলিশ ক্যাম্পে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, এসএসসি পরীক্ষার্থী পারভীনার বাড়ি মণিরামপুরে। ছয়মাস পূর্বে প্রেম করে পালিয়ে বিয়ে করে সাগরকে। গত ১৬ ফেব্রুয়ারি সাগর বাড়িতে নিয়ে আসে পারভীনকে।

ভিটাবল্যা ক্যাম্প ইনচার্জ নুরুজ্জামান জানান, সাগর হোসেন নেশাখোর। পারভীনকে বালিশ চাপা দিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর ঘটনার  আসল রহস্য জানা যাবে। এ ব্যাপারে বাঘারপাড়া থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছিল।

এদিকে  সাগরকে আটকের জন্য সকল প্রকার প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

আরো সংবাদ