আজ - মঙ্গলবার, ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ১০:১৫

যশোর শহরে সড়কে গেলো ১ যুবকের প্রান।

শুক্রবার) দুপুরে যশোর শহরের চাঁচড়া রায়পাড়া রেলগেট মোড়ে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় একজন নিহত ও ২ জন আহত হয়েছেন।

আহতদের একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।নিহত টকি (৪৬) শহরের রেলগেট এলাকার ইসরাইলের পুত্র। আহতরা হচ্ছেন, আশরাফ আলীর পুত্র রাব্বী (৩২) ও কামাল হোসেনের পুত্র প্রান্ত (২১)।

আহত রাব্বী জানিয়েছেন দুপুর ১২ টার দিকে তিনি (রাব্বী) কয়লাপট্টী রেলগেট রায়পাড়া মোড়ে রাস্তার পাশে দোকানে বসে জিলিপি খাচ্ছিলেন। অপরদিকে টকি দই কিনে নিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় বেপরোয়া গতিতে একটি রিকশা এসে টকিকে সজরে ধাক্কা দিলে টকি ঘটনাস্থলে নিহত হন।

তখন বেপরোয়া গতিতে একটি মোটর সাইকেল এসে নিয়ন্ত্রন হারিয়ে তাকে (রাব্বীকে) ধাক্কা দিলে মোটরসাইকেল চালক প্রান্ত ওপড়ে যায়। এতে রাব্বী ও প্রান্ত গুরুতর আহত হলে তাদেরকে দ্রুত যশোর ২৫০শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর প্রান্তর অবস্থার অবনতি ঘটে । তখন কর্তব্যরত চিকিৎসক প্রান্তকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করেন।

আরো সংবাদ