আজ - বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১০:৩১

যশোর সদর ও পৌর এলাকায় গত ১৫ দিনে চার শতাধিক মানুষ করোনাক্রান্ত!

খানজাহান আলী 24/7 নিউজ: যশোর সদর ও পৌরসভার প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নের গত ১৫ দিনের কোভিড-১৯ রোগীর অবস্থান আপডেট প্রকাশ করেছে যশোর জেলা প্রশাসন। এমাসের ০৪ তারিখ থেকে ১৮ তারিখ পর্যন্ত মোট ১৫ দিনে যশোর পৌরসভার ০৯ টি ওয়াডের্ করোনা আক্রান্ত হয়েছেন মোট ৩২২ জন। এদিকে যশোর সদর উপজেলাধীন ১৫ টি ইউনিয়নে গত ১৫ দিনে করোনা আক্রান্ত হয়েছেন মোট ১০৩ জন।

যশোর পৌরসভার ০১ নম্বর ওয়ার্ডে ১৩ জন, ০২ নম্বর ওয়ার্ডে ১৯ জন, ০৩ নম্বর ওয়ার্ডে ৬৭ জন, ০৪ নম্বর ওয়ার্ডে ৫২ জন, ০৫ নং ওয়ার্ডে ৪৩ জন, ০৭ নং ওয়ার্ডে ০৯ জন, ০৬ নং ওয়ার্ডে ৪৭ জন, ০৮ নং ওয়ার্ডে ৪৭ জন, ০৯ নং ওয়ার্ডে ২৫ জন।

যশোর সদর উপজেলায় আরবপুর ইউনিয়নে ২৫ জন, উপশহর ইউনিয়নে ২২ জন, নওয়াপাড়া ইউনিয়নে ১৭ জন, চাঁচড়া ইউনিয়নে ১৩ জন, চুড়ামনকাটি ইউনিয়নের ০৪ জন, কাশিমপুর ইউনিয়নে ০৩ জন, দেয়াড়া ইউনিয়নে ০৩ জন, ইছালী ইউনিয়নে ০৩ জন, ফতেপুর ইউনিয়নে ০২ জন, রামনগর ইউনিয়নের ০২ জন, লেবুতলা ইউনিয়নে ০১ জন, হৈবতপুর ইউনিয়নে ০১ জন, বসুন্দিয়া ইউনিয়নে ০১ জন, নরেন্দ্রপুর ইউনিয়নে ০১ জন।

যশোর জেলা প্রশাসক প্রকাশিত করোনা আপডেট বিশ্লেষনে দেখা যাচ্ছে যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নে সবথেকে বেশি মানুষ করোনা আক্রান্ত হচ্ছে । যেখানে গত ১৫ দিনেই ২৫ জনের দেহে করোনার অস্তিত্ব মিলেছে। এর পরেই উপশহর ও চাঁচড়া ইউনিয়নে যথাক্রমে ২২ জন ও ১৭ জন করোনাক্রান্ত। যার মধ্যে কচুয়া ইউনিয়নে গত ১৮ এপ্রিল পর্য ন্ত কোন করোনা রোগী সনাক্ত হয়নি।

এদিকে যশোর পৌরসভার ০৩ নম্বর ওয়ার্ডে সবচেয়ে বেশি ৬৭ জন মানুষের দেহে করোনার অস্তিত্ব মিলেছে। যথাক্রমে ০৬ নং ওয়ার্ডে ৪৭ জন, ০৫ নং ওয়ার্ডে ৪৩ জন সহ প্রায় ০৯ টি ওয়াডের্ই উল্লেখযোগ্য অধিক হারে করোনার অস্তিত্ব মিলছে।

আরো সংবাদ