আজ - সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - সকাল ৬:৩৪

রমজানে মসজিদে নববীতে শিশুদের প্রবেশে নিষেধাজ্ঞা

আর মোটে কয়েকদিন বাকী রমজান মাসের, এরই মধ্যে সৌদিআরবের মসজিদে নববীতে ১৫ বছরের নিচের শিশুদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধেই আগে থেকেই মূলত এই সতর্কতা নেওয়া হয়েছে।

এ নিষেধাজ্ঞা আরোপের ফলে শিশুরা এ বছর রমজানে তারাবির নামাজ পড়তে মসজিদটিতে যেতে পারবে না। রিয়াদ থেকে প্রকাশিত আরব নিউজের এক প্রতিবেদনে এমনটাই উঠে আসে। প্রতিবেদনে আরও বলা হয়, রমজান মাসে তারাবির পড়ার সময়ও অর্ধেকে নিয়ে আসা হয়েছে।

তারাবির নামাজের আধাঘণ্টা পর মসজিদ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্বিতীয়বারের মতো এ বছর ইতেকাফও বাতিল করা হয়েছে। মসজিদে নববীতে রোজা ভাঙতে চাইলে নিজ খরচে কেবল পানি ও খেজুর দিয়ে ইফতার করতে হবে। এছাড়া এ বছর মসজিদটিতে সেহরি খাওয়াও বারণ করে দেওয়া হয়েছে।

আরো সংবাদ