আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১০:১৯

রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ মারা গেছেন

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ মারা গেছেন। শুক্রবার বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে এক ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে। প্রিন্স ফিলিপের বয়স হয়েছিল ৯৯ বছর।

বাকিংহাম প্যালেসের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, মহামান্য রানি তার প্রিয়তম স্বামী ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপের মৃত্যুর কথা ঘোষণা করেছেন।’

বিবৃতিতে বলা হয়, প্রিন্স ফিলিপ শুক্রবার স্থানীয় সময় সকালে উইন্ডসর ক্যাসেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবর বিবিসির

ব্রিটেনের রানি হওয়ার পাঁচ বছর আগে ১৯৪৭ সালে তৎকালীন প্রিন্সেস এলিজাবেথের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন প্রিন্স ফিলিপ।

প্রিন্স ফিলিপ ও রানি এলিজাবেথের সংসারে চার সন্তান।  তাদের বড় সন্তান হলেন প্রিন্স অব ওয়েলস প্রিন্স চার্লস, যিনি রানি এলিজাবেথের পর ব্রিটিশ সিংহাসনের প্রথম উত্তরাধিকারী।

গ্রিসের করফু দ্বীপে ১৯২১ সালে ১০ জুন জন্মগ্রহণ করেন প্রিন্স ফিলিপ। তার বাবা গ্রিস ও ডেনমার্কের প্রিন্স অ্যান্ড্রু ছিলেন গ্রিসের রাজা প্রথম জর্জের ছোট ছেলে।

প্রিন্স ফিলিপের মা প্রিন্সেস অ্যালিস ছিলেন ব্রিটেনের রানি ভিক্টোরিয়ার প্রপৌত্রী এবং লর্ড লুইস মাউন্টব্যাটেনের মেয়ে।

আরো সংবাদ