আজ - শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - রাত ১১:১১

রাশিয়া পূর্ব ইউক্রেনে বড় ধরনের হামলা শুরু করেছে : জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পূর্ব ডনবাসে রাশিয়া বড় ধরনের আক্রমণ শুরু করেছে।
তিনি টেলিগ্রামে বলেন, ‘আমরা এখন নিশ্চিত করে বলতে পারি ডনবাসে রাশিয়ান সৈন্যরা যুদ্ধ শুরু করেছে, যে যুদ্ধের জন্য দীর্ঘ সময় ধরে তারা প্রস্তুতি নিয়েছে। রুশ বাহিনীর একটি বড় অংশ এখন এই যুদ্ধে জড়িত।’
‘এখানে যত সৈন্য আনা হোক, নিজেদের রক্ষা করার জন্য আমরা লড়াই করবো।’
রাজধানী কিয়েভের আশপাশের এলাকা থেকে রাশিয়ার সৈন্য প্রত্যাহারের পর পূর্ব ইউক্রেনে যুদ্ধ তীব্র হয়েছে এবং ডনবাস অঞ্চলে পুনরায় যুদ্ধ তৎপরতা বৃদ্ধি করেছে। এই অঞ্চল মস্কোপন্থী বিচ্ছিন্নতাবাদীরা ২০১৪ সাল থেকে আংশিকভাবে নিয়ন্ত্রণ করছে।
জেলেনস্কির বক্তব্যের কিছুক্ষণ আগে পূর্বাঞ্চলীয় লুগানস্ক অঞ্চলের গভর্নর সের্গেই গেইডে ঘোষণা করেন, রাশিয়া তাদের প্রতীক্ষিত আক্রমণ শুরু করেছে।
তিনি ফেসবুকে বলেন, ‘এটা এখন নরক। আক্রমণ শুরু হয়েছে। সপ্তাহকাল ধরে আমরা এ কথাই বলে আসছি। তারা অব্যাহতভাবে রুবিঝনে এবং পোপাসনায় লড়াই চলছে। অন্যান্য শান্তিপূর্ণ শহরেও লড়াই শুরু হয়েছে।’
স্থানীয় কতৃপক্ষ জানায় পূর্ব ইউক্রেনে রাশিয়ান হামলায় অন্তত ৮জন বেসামরিক লোকের মৃত্যু হয়েছে।
গেইডে বলেন, সোমবার রাশিয়ান বাহিনী লুগানস্ক দখল করে নিয়েছে। ক্রেমিনা শহর থেকে পালানোর সময় চার জনের মৃত্যু হয়েছে।

 

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত