আজ - রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - রাত ১২:১৬

শনিবারও খেলা হচ্ছে না মেসির

পিএসজিতে যেয়ে নিজেকে মেলে ধরতে পারেননি। তিন ম্যাচ খেলে ফেললেও মেসির আসল স্বরুপটা দেখা যায়নি। এর মধ্যে চোট আক্রান্ত হয়ে বিপদ আরও বাড়িয়ে তুলেছেন। শনিবার মঁপেলিয়েরের বিপক্ষেও খেলা হচ্ছে না আর্জেন্টাইন তারকার।

লিওঁর বিপক্ষে ঘরের মাঠ পার্ক ডু প্রিন্সেসে অভিষেক হলেও টিভি ক্যামেরায় ধরা পড়েছিল মেসি বারবার হাঁটুতে হাত দিচ্ছেন। এর পর গত মঙ্গলবার এমআরআই রিপোর্টে নিশ্চিত হওয়া গেছে মেসির বাঁ হাঁটুর চোটের বিষয়টি। শুক্রবার পিএসজি এক বিবৃতিতে জানিয়েছে, হাঁটুর চোট থেকে এখনও পুরোপুরি সেরে উঠেননি তিনি।

চোটের কারণে মেসের বিপক্ষেও তার খেলা হয়নি। ম্যাচটি ২-১ গোলে জিতেছে পিএসজি।

বার্সা ছেড়ে পিএসজিতে যাওয়া মেসির অবস্থা জানতে রবিবারও পরীক্ষা করা হবে তাকে। কারণ ঘরের মাঠে আগামী মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে তাদের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি।

মেসির সর্বশেষ অবস্থা নিয়ে কোচ মরিসিও পচেত্তিনো অবশ্য আশাবাদী, ‘শুক্রবার মেসি দৌড়েছে। রবিবার তার সর্বশেষ অবস্থা সম্পর্কে বোঝা যাবে। আশা করছি, সব কিছু ঠিকঠাক যাবে এবং ম্যানসিটির বিপক্ষে আবার আমরা তাকে পাবো।’    

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত