আজ - মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ১১:৩০

শিগগিরই অক্সফোর্ডের দ্বিতীয় ডোজ শুরু: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন শিগগিরই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হবে। আজ শনিবার (৩১ জুলাই) দুপুর ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাপানের উপহারের অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় চালান গ্রহণ শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, জাপানের কাছ থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পাওয়ার ফলে দেশে দ্বিতীয় ডোজের চিন্তা দূর হলো।দু-একদিনের মধ্যে দ্বিতীয় ডোজ দেয়া শুরু হবে।

তিনি আরো বলেন, আমরা ৭ লাখ ৮০ হাজার ডোজ টিকা পেয়েছি। কিছু দিন আগে দুই লাখের বেশি পেয়েছি। সবমিলিয়ে জাপান থেকে ১০ লাখের বেশি টিকা পেয়েছি। আসছে আগস্ট মাসে আরো ৬ লাখের বেশি টিকা আসবে। সব মিলিয়ে আমরা প্রায় ৩০ লাখের বেশি টিকা পাব।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত