ঝিনাইদহের কোটচাঁদপুরে ৬ বছর বয়সী শিশু কন্যা মাহমুদা খাতুনকে বিষপান করিয়ে হত্যার অভিযোগে সৎ মা হুমায়রা খাতুন বন্যাকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার রাত ১টার দিকে অভিযান চালিয়ে মহেশপুর উপজেলার শিশুতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
হুমায়রা খাতুন বন্যা কোটচাঁদপুরের ভোমরাডাঙ্গা গ্রামের জিয়াউর রহমানের মেয়ে।
ঝিনাইদহ র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর নাঈম জানান, গত ১ মার্চ সন্ধ্যায় বোতলে তরল পানীয় এর সাথে বিষ মিশিয়ে শিশু মাহামুদা খাতুনকে খাইয়ে দেয় সৎ মা হুমাইরা খাতুন বন্যা। এরপর কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শিশুটি মারা যায়। পরদিন শুক্রবার শিশুটির পিতা শাহিন আলম বাদী হয়ে কোটচাঁদপুর থানায় স্ত্রী হুমাইরা খাতুন ওরফে বন্যা খাতুন এর নামে একটি হত্যা মামলা দায়ের করে।
এ ঘটনায় মামলার আসামি ধরতে অভিযান শুরু করে র্যাব। এরই প্রেক্ষিতে শনিরাতে মহেশপুর উপজেলার শিশুতলা এলাকায় ফুফ বাড়ি থেকে থেকে হুমাইরা খাতুন বন্যাকে গ্রেফতার করা হয়। পরে তাকে কোটচাঁদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। আসামিকে থানা পুলিশ আদালতে পাঠিয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ১ মার্চ বিকেলে সৎ মা বন্যা কৌশলে বিষ খাওয়ান শিশু মাহমুদাকে। এরপর মাহমুদাকে প্রথমে কোটচাঁদপুর, এরপর যশোর হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেলে চিকিৎসা করিয়ে বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে আসার পর মাহমুদা আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ওই সময় তাকে চুয়াডাঙ্গা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করান তার পিতা শাহিন আলম। পরে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই ঘটনায় মাহমুদার পিতা বাদি হয়ে গেল ৭ মার্চ বিকেলে স্ত্রী বন্যার নামে হত্যা মামলা করেন। সে থেকে তাকে ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছিল।