আজ - মঙ্গলবার, ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ১০:২৫

শেখ হাসিনার ঘোষিত সনদে দেশের চিত্র বদলেছেঃ  রাসেল।

নাইম সাব্বির, (বসুন্দিয়া,যশোর) ঃ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ঘোষিত দিন বদলের সনদে দেশের চিত্র বদলেছে, যা আজ দৃশ্যমান বাস্তব।
জেলার সর্বকনিষ্ঠ চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল কর্মী সমাবেশে এসব কথা বলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন বদলের সনদ ঘোষণা করেছিলেন। সেই অনুযায়ী দেশের চিত্র বদলে গেছে, খাদ্য, শিক্ষা, স্বাস্থ্যসহ গ্রাম বাংলা উন্নয়ন সব ক্ষেত্রে অভুতপূর্ব উন্নয়ন হয়েছে।অবকাঠামো ব্যাপক পরিবর্তনও সাধিত হয়েছে।

শুধু শহরে নয়, উন্নয়ন এখন গ্রাম পর্যন্ত পৌঁছে গেছে। গ্রামের শতভাগ বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দিতে নীতিমালা তৈরি করা হয়েছে। মানুষের কর্মসংস্থানের পরিবেশ সৃষ্টি হওয়ায় জীবনমান বৃদ্ধি পেয়েছে। বিশ্বের অনেক দেশ এখন নিজ দেশের উন্নয়নে শেখ হাসিনার উন্নয়ন দর্শনকে অনুসর করছে।’আগের বসুন্দিয়া আর বর্তমানের বসুন্দিয়া উন্নয়নের ক্ষেত্রে মিলিয়ে নিয়েন।বসুন্দিয়ার রাস্তাঘাট স্কুল কলেজ মাদ্রাসা এতিম খানা মসজিদ মাদ্রাসার অভুত পূর্ব উন্নয়ন হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে।

রিয়াজুল ইসলাম খাঁন রাসেল আরো বলেন আমাদের বসুন্দিয়া ইউ পির কথা কোন বড় লিডার শুনলে চমকে ওঠেন কারন ৫ই জানুয়ারি তে যে জালাও পোড়াও আমার আওয়ামীলীগ কর্মীদের হত্যা হাজার হাজার কর্মীদের বাড়িঘর ভাংচুর করা সেই ক্ষতিগ্রস্ত নেতা কর্মীদের মনোবল ফিরিয়ে এনে তাদেরকে নিয়ে রাজপথ দখলে রেখেছি আগামীতে ইনশাআল্লাহ আর ৫ই জানুয়ারির মত জ্বালাও পোড়াও হতে দেওয়া হবেনা।

আজ শুক্রবার (২৭ জুলাই) যশোর সদর উপজেলার জঙ্গবাধাল মাধমিক স্কুল মাঠের বিশাল এই কর্মী সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খাঁন রাসেল এসব কথা বলেন

আমরা যশোর বসুন্দিয়া ইউ পি কে সারা দেশের মধ্যে মডেল ইউ পি হিসেবে গড়তে চাই। ইতিমধ্যে বসুন্দিয়া ইউ পি সেই প্রতিশ্রুতি অনুযায়ী পরিকল্পিতভাবে উন্নয়ন করা হচ্ছে। ভবিষ্যতে যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউ পির কোন গ্রামে কাঁচা রাস্তা থাকবে না।বসুন্দিয়া ইউ পিতে কোন মাদকের নিশানা থাকবেনা।

মাদকের ব্যাপারে যশোর জেলার এস পি আনিসুর রহমান সাহেবের সাথে আমি কথা বলেছি এস পি সাহেব আমাকে বলেছেন মাদকের বিরুদ্ধে যুদ্ধে আপনার সাথে যশোর জেলা প্রশাসন সর্বাত্বক সহযোগিতা করবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে শতভাগ বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। এজন্য সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে উন্নয়নের পক্ষে সমর্থন দিতে হবে। আগামী নির্বাচনে নৌকা মার্কাকে জয়যুক্ত করতে হবে প্রার্থী নয় নৌকা মার্কাকে শেখ হাসিনার উন্নয়ন দেখে ভোট দিতে হবে।

কর্মী সমাবেশের সভাপতিত্ব করেন বসুন্দিয়া ইউ পি আওয়ামালীগের সংগ্রামী সভাপতি মাস্টার জহুরুল ইসলাম।উপস্থিত ছিলেন যুবলীগ নেতা ফারুক হোসেন।রফিক মেম্বার কামাল হোসেন ইউ পি ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।

আরো সংবাদ