আজ - সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ১:৪৩

সন্ধ্যায় ধর্ম মন্ত্রণালয়ের নতুন প্রতিমন্ত্রীর শপথ

ধর্ম মন্ত্রণালয়ের নতুন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন জামালপুর-২ আসনের সাংসদ ফরিদুল হক খান। মঙ্গলবার সন্ধ্যায় তিনি শপথ নেবেন। ইতিমধ্যে তার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।

ফরিদুল হক খান দুলাল বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে জামালপুর-২ আসন থেকে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদে নির্বাচিত সদস্য। তিনি ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

বিষয়টি নিশ্চিত করে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সোলতান আহমদ। তিনি বলেন, ‘সন্ধ্যা ৭টায় তার শপথ অনুষ্ঠিত হবে।’

গত ১৩ জুন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মৃত্যুর পর থেকে ধর্ম মন্ত্রণালয় মন্ত্রিশূন্য রয়েছে।

আরো সংবাদ