আজ - বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১:৫৩

সাতক্ষীরার সাবেক সিভিল সার্জনসহ ৯ জনের বিরুদ্ধে চার্জশিট

হাসপাতালের যন্ত্রপাতি কেনার নামে সাড়ে ১৬ কোটি টাকা আত্মসাতের দায়ে সাতক্ষীরার সাবেক সিভিল সার্জন ডা. তৌহিদুর রহমানসহ ৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৬ সেপ্টেম্বর) সংস্থাটির উপ-পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম আদালতে এ চার্জশিট দাখিল করেন।  দুদকের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) প্রনব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন।

চার্জশিটভুক্ত আসামিরা হলেন- সাতক্ষীরার সাবেক সিভিল সার্জন ডা. তৌহিদুর রহমান, হিসাবরক্ষক  মো. আনোয়ার হোসেন ও এ, কে, এম ফজলুল হক, মেসার্স বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিকেল কোম্পানির মালিক মো. জাহের উদ্দিন সরকার, মেসার্স মাকেন্টাইল ট্রেড ইন্টার ন্যাশনালের মালিক মো. আব্দুর ছাত্তার সরকার, মেসার্স মাকেন্টাইল ট্রেড ইন্টার ন্যাশনালের মালিক মো. আহসান হাবিব, ইউনিভার্সেল ট্রেড কর্পোরেশনের সত্ত্বাধিকারী মো. আশাদুর রহমান, মেসার্স মাকেন্টাইল ট্রেড ইন্টার ন্যাশনালের ম্যানেজার (প্রশাসন ও অপারেশন) কাজী আবু বকর সিদ্দীক এবং সহকারী প্রকৌশলী (বর্তমানে অবসর) এ,এইচ, এম আব্দুস কুদ্দুস।

তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণা ও  জালিয়াতির আশ্রয়ে ক্ষমতার অপব্যবহার করে সাতক্ষীরা সদর হাসপাতালসহ জেলা স্বাস্থ্য বিভাগে চিকিৎসা সংক্রান্ত মালামাল ক্রয় ও সরবরাহের নামে তিনটি বিলের বিপরীতে মোট ১৬ কোটি ৭১ লাখ ৩২ হাজর ২২২ টাকার ৩টি চেক হিসাবরক্ষণ অফিসের মাধ্যমে তোলে আত্মসাৎ করেছেন। আসামিদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায়  চার্জশিট দাখিল করা হয়েছে।

এর আগে দুদকের সাবেক উপ-সহকারী পরিচালক (বর্তমানে সহকারী পরিচালক) মো. জালাল উদ্দিন ২০১৯ সালের ৯ জুলাই মামলা করেন।  আসামিরা বর্তমানে উচ্চ আদালতের জামিনে রয়েছেন বলে জানা গেছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত