আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ১২:৩৯

সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ২

সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের চালক ও এক আরোহী নিহত হয়েছেন। বুধবার বেলা ৩টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার সাতক্ষীরা-ভোমরা সড়কের বাজেভোমরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালকের নাম কবির হোসেন (৩৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা গ্রামের মৃত বাবর আলীর ছেলে। মোটরসাইকেল আরোহী ব্যবসায়ীর নাম সাধন কুমার সেন (৪০)। তিনি যশোর জেলার অভয়নগর এলাকার রামপদ সেনের ছেলে। সাধন কুমার ভোমরা বন্দরের একজন ব্যবসায়ী।

ভোমরা বন্দরের ব্যবসায়ী আব্দুল গফুর সরদার জানান, ভোমরা বন্দরের ওই ব্যবসায়ী একটি ভাড়ায় চালিত মোটরসাইকেলে ভোমরা থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। বেলা ৩টার দিকে ওই স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোজাহার এন্টারপ্রাইজের একটি ট্রাক মোটরসাইকলেটিকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে চালক ও আরোহী দুজনেই ঘটনাস্থলেই নিহত হন।

সাতক্ষীরা সদর থানার ওসি মো: আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

আরো সংবাদ