আজ - রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ১:৪৭

সেলফি তুলতে গিয়ে একই পরিবারের ৬ জনের মৃত্যু

ভারতের ছত্তিশগড়ের কোরিয়া জেলার রামদহা জলপ্রপাতে ঘুরতে গিয়ে সেলফি তোলার সময় পানিতে তলিয়ে একই পরিবারের ছয়জনের মৃত্যু হয়েছে।

রবিবার (২৮ আগস্ট) এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএনআই এ তথ্য জানিয়েছে।মৃতরা সকলেই মধ্যপ্রদেশের সিংগ্রাউলির বাসিন্দা।কোরিয়ার জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) কুলদীপ শর্মা বলেন, নিহতরা সবাই পর্যটক। তারা মোট ১৫ জন মিলে জলপ্রপাতের কাছে একটি জায়গায় পিকনিকের জন্যে গিয়েছিলেন। রবিবার জলপ্রপাতের মধ্যে সেলফি তুলতে গিয়ে নিখোঁজ হন সাত পর্যটক। বিষয়টি দ্রুত পুলিশকে জানানো হয়। এরপর উদ্ধারকাজ শুরু করে প্রশাসন। কিন্তু ততক্ষণে ছয় পর্যটক পানিতে ডুবে মারা যান। উদ্ধারকারীরা মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে।

শর্মা বলেন, নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত