আজ - মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা রমজান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - দুপুর ২:৩০

স্ত্রী-সন্তানকে গলাকেটে হত্যা, স্বামী আটক

স্ত্রী পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন সন্দেহে সন্তানসহ তাকে গলাকেটে হত্যার অভিযোগে নরসিংদীর এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শহরের ঘোড়াদিয়ার সঙ্গীতা এলাকায় সোমবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে নরসিংদী সদর থানার ওসি সওগাতুল আলম জানান।

নিহতরা হলেন- ওই এলাকার ফখরুলের স্ত্রী রেশমী আক্তার (২৬) ও তার দেড় বছরের শিশু সন্তান সালমান সাফায়াত। নিহতের স্বজনদের অভিযোগ, পৌর শহরের দত্তপাড়া এলাকার পারভেজ মিয়ার মেয়ে রেশমীর সঙ্গে দুই বছর আগে পারিবারিক ভাবে ফখরুলের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন রেশমীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল।

সোমবার রাতে রেশমী ও তার ছেলের লাশ উদ্ধারের পর ফখরুলকে আটক করে পুলিশ। রেশমীর বাবা পারভেজ মিয়া বলেন, ‘বিয়ের পর থেকে আমার মেয়েকে শ্বশুরবাড়ির লোকজন মানসিক ও শারীরিক নির্যাতন করত। আমরা কষ্ট ভেবে আমার মেয়ে আমাদের কিছুই বলত না। ফখরুল মাদকাসক্ত ছিল। এ কথা আমাদের কাছে গোপন রেখে বিয়ে দিয়েছিল।’

ওসি সওগাতুল বলেন, ‘আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফকরুল জানায়, রেশমী পরকীয়া করছেন সন্দেহে তার উপর ক্ষুব্ধ ছিলেন। এ নিয়ে বিরোধ তৈরি হলে জেরে স্ত্রী ও সন্তানকে গলাকেটে হত্যা করেন তিনি।’

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত