আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ২:০০

২০২০-’২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশে রাষ্ট্রপতির অনুমোদন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ ২০২০-২০২১ আর্থিক বছরের জাতীয় বাজেট এবং ২০১৯-২০২০ অর্থবছরের সংশোধিত বাজেট অনুমোদন করেছেন। অনুমোদিত এই বাজেট সংসদে পেশ করা হবে।
রাষ্ট্রপতি আজ বিকেল ৩টা ১০ মিনিটের দিকে তাঁর সংসদ ভবন কার্যালয়ে বাজেটে অনুমোদন দেন।
এ সময় অর্থ বিভাগের ভারপ্রাপ্ত সচিব আবদুর রউফ তালুকদার ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (এনবিআর) মো. মোশাররফ হোসেইন ভূইয়া ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।
এর আগে রাষ্ট্রপতি সংসদ ভবনে পৌঁছলে ডেপুটি স্পিকার এম ফজলে রাব্বী মিয়া ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণ তাঁকে অভ্যর্থনা জানান। রাষ্ট্রপতি সংসদের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।
তিনি জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার ও নির্বাচিত সংসদ সদস্য হিসেবে কয়েকবার দায়িত্ব পালন করেছেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত