আজ - বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৪:৫৫

আকাশে উড়ছে প্লেন, মারামারিতে জড়ালেন দুই পাইলট

রানওয়ে ছেড়ে বিমান আকাশে উড়তেই ককপিটে চুলোচুলি বেধে গেল দুই পাইলটের। এক পাইলটের গালে সপাটে চড় মেরে দিলের আরেকজন। তারপর জামার কলার ধরে দুজন ধস্তাধস্তিতে জড়ালেন। আকাশে উড়ছে বিমান। এমন ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে এয়ার ফ্রান্সের ভিয়েনা থেকে প্যারিসগামী বিমানে।

সংবাদ সংস্থার সূত্রে আন্দবাজার জানিয়েছে, দুই পাইলটের মধ্যে একজন নির্দেশ মানেননি। তা নিয়ে দু’জনের মধ্যে বচসা বাধে। ঘটনার পর সাসপেন্ড করা হয়েছে দুই পাইলটকে।

উড়ন্ত বিমানের ককপিটে দুই পাইলট রীতিমতো মারপিট শুরু করেন। এক পাইলট আরেকজনকে লক্ষ্য করে ব্রিফকেস ছুড়ে মারেন। ককপিটে অস্বাভাবিক আওয়াজ শুনে হাঁ হয়ে যান বিমানের ক্রুরা। ককপিটে ঢুকে দুই পাইলটের মারপিট থামান এক ক্রু। পাইলটরা যাতে নিজেদের মধ্যে ঝগড়া না করেন, তা দেখতে বাকি সময় ক্রু ককপিটেই বসেছিলেন।

এয়ার ফ্রান্সের মুখপাত্র বলেছেন, এ ধরনের আচরণ কাম্য নয়। পাইলটদের মধ্যে মারামারির ঘটনায় বিমান পরিষেবা বিঘ্নিত হয়নি। দ্রুততার সঙ্গেই ঝগড়া থামানো হয়। যাত্রী সুরক্ষায় কোনও ব্যাঘাত ঘটেনি। পাইলটদের মধ্যে এ আচরণে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত বলে আশঙ্কা অনেকের।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত