আজ - রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৮:৩৩

আগামীকাল ১২ এপ্রিল শেষ হচ্ছে বইমেলা

অমর একুশে গ্রন্থমেলা ১৩ এপ্রিলের পরিবর্তে ১২ এপ্রিল শেষ হবে। 

শনিবার সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদকে উদ্ধৃত করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান সাংবাদিকদের এ তথ্য জানান।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এবং লকডাউনের কারণে এক দিন আগেই বইমেলা শেষ করা হবে বলে জানান তিনি। 

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৪ এপ্রিল থেকে আবারও এক সপ্তাহের জন্য কঠোর নিয়ম মেনে লকডাউনে যাচ্ছে সারাদেশ। পুর্ব নির্ধারিত ১৩ তারিখ মেলা শেষ হলে স্টল ভাঙা, বই নিয়ে যাওয়ার কাজ শেষ করতে পারবেন না প্রকাশকরা। তাই এই বিষয়টা মাথায় রেখে একদিন আগে মেলা শেষ করে দেওয়া হয়েছে। যাতে লকডাউনের আগে প্রকাশকরা তাদের স্টলের সব মালামাল নিয়ে যেতে পারেন।

সাধারনত প্রতি বছরের ১ ফেব্রুয়ারি বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলা শুরু হয়ে চলে পুরো মাস। তবে এ বছর করোনা ভাইরাস মহামারির কারণে বইমেলা প্রায় দেড় মাস পিছিয়ে ১৮ মার্চ শুরু হয়।

শুরু হওয়ার পরও করোনার সংক্রমণ বাড়তে থাকায় ১ এপ্রিল থেকে মেলা বিকেল তিনটা থেকে সাড়ে ৬টা পর্যন্ত চলার সিদ্ধান্ত হয়৷

এরপর ৫ এপ্রিল থেকে করোনা মহামারিতে সারাদেশে লকডাউন ঘোষণা করা হলেও বন্ধ হয়নি অমর একুশে বইমেলা। লকডাউনের মধ্যে প্রতিদিন দুপুর ১২টা থেকে ৫টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে এবং জনসমাবেশ এড়িয়ে চলছে বইমেলার কার্যক্রম।

আরো সংবাদ