আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৩:২৪

আগাম জামিন পেলেন হাবিব-উন নবী সোহেলসহ ৬ জন

পুলিশের ওপর হামলা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন নবী খান সোহেলসহ ৬ জনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (০৩ মার্চ) সকালে বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি রিয়াজউদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ ৪ এপ্রিল পর্যন্ত তাদের জামিন দিয়েছেন।জামিনের মেয়াদ শেষ হলে আসামিদের বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে।

এর আগে গত রবিবার রাজধানীর প্রেসক্লাবের সামনে ছাত্রদলের এক মানববন্ধনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় পুলিশের বেশ কয়েকজন আহত হন। গ্রেফতার করা হয় অন্তত ১২ জনকে। এ ঘটনায় ৪৮ জনকে আসামি করে মামলা করে পুলিশ।

আরো সংবাদ