আজ - বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:৫৫

আমিরাতের নতুন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ

সংযুক্ত আরব আমিরাতের নতুন প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। তিনি সংযুক্ত আরব আমিরাতের তৃতীয় প্রেসিডেন্ট। তিনি সদ্যপ্রয়াত প্রেসিডেন্ট শেখ খলিফার ভাই।

সংযুক্ত আরব আমিরাতের সুপ্রিম কাউন্সিল আজ শনিবার আবুধাবির শাসক শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত করে।

দেশটির নতুন প্রেসিডেন্ট ঘোষণার পর ভাইস-প্রেসিডেন্ট এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, দুবাইয়ের ক্রাউন প্রিন্স ও দুবাই নির্বাহী পরিষদের চেয়ারম্যান শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম তাকে অভিনন্দন জানিয়েছেন।

শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ১৯৬১ সালে আল আইনে জন্মগ্রহণ করেন। তার পিতা আমিরাতের প্রথম প্রেসিডেন্ট শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান এবং মাতা শেখা ফাতেমা বিনতে মুবারক।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত