আজ - শনিবার, ২৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে রমজান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ৮:৩১

আমেরিকায় ২০২০ সালের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা। স্থানীয় সময় মঙ্গলবার (২১ জুলাই) মধ্যরাতে আঘাত হেনেছে এ ভূমিকম্প। ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে রাজ্যটিতে। এর ফলে আশপাশের উপকূলীয় এলাকায় জারি করা হয়েছে সুনামি সতর্কতা।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল আলাস্কার পেরিভাইল থেকে ৬০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং ভূস্তর থেকে অন্তত ১০ কিলোমিটার গভীরে। জানা গেছে, মাত্রা হিসেবে এটিই হচ্ছে ২০২০ সালে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূকম্পন। ফলে দক্ষিণ আলাস্কা ও আলাস্কা পেনিনসুলায় সুনামি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। সতর্কবার্তায় বলা হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রের ৩শ’ কিলোমিটারের মধ্যে থাকা উপকূলে ভয়াবহ সুনামি আঘাত হানতে পারে।

আরো সংবাদ