আজ - রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৯:১৫

আলমডাঙ্গা চোরাই মালামাল উদ্ধার গ্রেফতার ৩

আলমডাঙ্গা চোরাই মালামাল উদ্ধার গ্রেফতার ৩

 

আলমডাঙ্গা থানার ওসি জনাব বিপ্লব কুমার নাথ সহ সঙ্গীয় ফোর্সসহ টহল ডিউটি করা কালে গোপন সংবাদের ভিত্তিতে। ৪ মে ৮.৫৫ ঘটিকার সময় আলমডাঙ্গা পৌরসভাধীন রাধিকাগঞ্জ পশুহাট সংলগ্ন মনিরুল ইসলাম এর ভাঙ্গারী দোকানের সামনে থেকে আসামী মোঃ মিন্টু, মোঃ আলিম মৃধা, মোঃ অমিদুল হককে ১টি পুরাতন বাইসাইকেল, মূল্য অনুমান (সাত হাজার) টাকা,১টি মাইকের পুরাতন ড্রাইভার ইউনিট, যার রং স্টিল কালার, মূল্য (চার হাজার) টাকা,১টি এনামেলের তৈরী পুরাতন বালতি, যার মূল্য অনুমান চারশত টাকা ও ২টি সুতার তৈরী রশি, মূল্য অনুমান দুইশত টাকা ১টি মোটরসাইকেলের ব্যবহৃত পুরাতন ব্যাটারী, মূল্য অনুমান দুই হাজার টাকা।
উদ্ধারকৃত আলামতের মূল্য তের হাজার ছয়শত টাকা সহ হাতেনাতে গ্রেফতার করে।
আসামিদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা রুজু হয়েছে।

আরো সংবাদ