আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৪:০০

আল-জাজিরা যা করেছে সেটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত: সেনা প্রধান

সেনাবাহিনীকে নিয়ে মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছেন সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ। তার দাবি, আল জাজিরায় যে প্রতিবেদন প্রচার হয়েছে সেটা সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহবানও জানিয়েছেন সেনাপ্রধান।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর তেজগাঁওয়ে আর্মি অ্যাভিয়েশন গ্রুপ কার্যালয়ে এভিয়েশন বেসিক কোর্স-১১ এর ব্রেভেট অ্যাওয়ার্ড সেরেমনি অনুষ্ঠানে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, সেনাবাহিনী দেশের গর্ব, যাদের নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে নানা গুজব ছড়ানো হচ্ছে।

অনেক সুসংহত সেনাবাহিনী এসব ঘৃণাভরে প্রত্যাখান করেছে বলেও মন্তব্য করেন সেনাপ্রধান। তিনি বলেন, সংবিধানের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ সেনাবাহিনীর পুরো চেইন অব কমান্ড সবাই সতর্ক।

সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত আলোচনার কথা উল্লেখ্য করে সেনাপ্রধান জানান, পরিবারের সদস্যরা অব্যাহতি পাওয়ার পরেই ভাইয়েরা দেশে এসেছিলো। আল জাজিরা যা করেছে সেটি সম্পূর্ন উদ্দেশ্যপ্রনোদিত দাবী করেন জেনারেল আজিজ আহমেদ।

বিভিন্ন দেশে ভ্রমণের সময় যে চিত্রধারন করা হয়েছে সে ব্যাপারে সেনাপ্রধান বলেন, পারিবারিক কাজে কখনোই অফিসিয়াল প্রটোকল ব্যবহার করেননি। সে সময়ই এমন কাজগুলো উদ্দেশ্যমূলকভাবে এসব চিত্রধারন করা হয়েছে।

সেনাপ্রধানকে হেয় করার মানে প্রধানমন্ত্রীকে হেয় করা মন্তব্য করে জেনারেল আজিজ আহমেদ বলেন, তার কারনে সেনাবাহিনী ও সরকার যেন বিব্রত না হয়। সে ব্যাপারে তিনি পূর্ণ সচেতন। যারা এসব করেছে তারা কাটপিস দিয়ে এসব বানিয়েছে বলেও দাবী করেন সেনাপ্রধান। তার আশা সংশ্লিষ্ট মন্ত্রণালয় হয়তো ব্যবস্থা নেবেন।  

চক্রান্তকারীদের উদ্দেশ্য কোনোভাবেই সফল হবে না বলেও দৃঢ় প্রত্যয় জানান সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত